কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়া হবে। তাই এবারের নির্বাচনী শ্লোগান যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ী অঞ্চলে আশ্রা ফাজিল মাদ্রাসার মাঠে নির্বাচনি সভায় একথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রত্যয় হলো আমার গ্রাম হবে আমার শহর। শহর মানে পাকা রাস্তা থাকবে গ্যাস থাকবে, নানা সুযোগ সুবিধা থাকবে আর গ্রামের মানুষ কাদামাটিতে গড়াগড়ি খাবে তা হবে না। প্রতিটি গ্রামের মানুষ শহরের সকল সুযোগ সুবিধা পাবে সেই ভাবে পরিকল্পনা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে বিশ্বের সাথে প্রতিযোগিতায় তাল মেলাতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
সভায় মধুপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইয়াকুব আলী, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী আব্দুল মোতালেব, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন মহিরসহ অনেকেই বক্তব্য দেন।
তিনি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুপুর উপজেলার কুড়ালিয়া, চাপড়ী, ধলপুর, আশ্রা, আউশনারা, মোটের বাজার, গারোবাজার, বেরীবাইদসহ বিভিন্ন জায়গায় নির্বাচনি পথ সভাও করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post