জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
দীর্ঘ ৯ বছর পর তৃণমূল ইউনিয়নে কমিটি হচ্ছে। এরই আলোকে চট্টগ্রামের কর্ণফুলীতে গঠিত হবে ইউনিয়ন যুবলীগের কমিটি। ওই কমিটিতে পদ পদবী পেতে মরিয়া অনেকেই। এর মধ্যে ‘বিতর্কিত’দের তৎপরতা সবচেয়ে বেশি। এর সাথে যোগ হয়েছে কিছু হাইব্রিড ও কিছু আসামি ও মাদক-চোরাকারবারি। তারা সবাই জোর তদবির চালাচ্ছেন।
কর্ণফুলী উপজেলা যুবলীগের নেতাদের সাথে দীর্ঘদিন যাবত জড়িত থাকলেও তিন ইউনিয়নের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মীর কোন পব-পদবি নেই। এদের মধ্যে ত্যাগী ছাত্রনেতা যেমন রয়েছে, তেমনি রয়েছে নানা অপকর্মে জড়িত বিতর্কিতরাও।
অতীতে তাঁরা শুধু নিজেদের নামের পাশে যোগ করে শান্ত ছিলেন সংগঠক, তৃণমূল কর্মী ও ইউনিয়ন যুবলীগ নেতা নামে বিশেষণ। এসব বিশেষণ ছাড়া তাঁদের নামের পাশে কোন পদ পদবি নেই। তারপরও স্ব স্ব নেতার বলয়ে তাঁরা রাজনীতি করেছেন। অনেকে হতাশায় রাজনীতি থেকে সরে গেছেন।
সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী একাধিক নেতা বলেন, ‘অতীতে কোন ছাত্ররাজনীতি কিংবা বঙ্গঁবন্ধুর আদর্শের অনুসারি না হয়েও কেউ কেউ বড় পদ পদবী পেয়ে যান। তাহলে আমাদের স্থান কোথায় থাকবে ? নাকি আমরা সহযোগি সংগঠনের জুনিয়র নতুনদের নেতৃত্বে রাজনীতি করে যাবো?
এদের কেউ কেউ বলছেন, সঠিক নেতৃত্ব আসলে আগামী জাতীয় নির্বাচনী বৈতরণী পার করা সহজ হবে। কর্ণফুলীতে ভূমিমন্ত্রীর হাতকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ও দলকে সুসংগঠিত করা যাবে।
তবে আদৌও কি কর্ণফুলী উপজেলা যুবলীগ শিগগরই ইউনিয়ন কমিটিতে এ রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের পদ পদবি দিতে পারবেন? না প্রচার প্রচারণার ভিড়ে বাণিজ্য হবে পকেট কমিটির। যদিও বিতর্কিতদের ভিড়ে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকা নেতাকর্মীরা যুবলীগের দায়িত্বে আসতে চেষ্টা-তদবির করছেন।
তিন ইউনিয়ন কমিটি কেমন হবে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক বলেন, ‘আসলে এ ব্যাপারে মন্ত্রী মহোদয় ও জেলা কমিটির সাথে পরামর্শ করে যারা ছাত্রলীগ করে রাজপথে ছিল তাঁদেরকেই মূল্যায়ন করা
দৈনিক দেশতথ্য//এইচ//