খুলনা প্রতিনিধি : ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের কালীতলা এলাকার এক যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ আড়ংঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার রংপুর ইউনিয়নের কালীতলা এলাকার একজন স্কুল শিক্ষকের স্ত্রীকে (৩২), তার প্রতিবেশি রংপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রসূন বিশ্বাস পম্পি (৪১) প্রায়ই তাকে একা পেয়ে উত্ত্যক্ত করতো। এ নিয়ে গৃহবধূ তার স্বামীকে জানালে বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পম্পির পরিবারকে জানায় এবং পম্পিকে ওই গৃহবধূর সাথে কথা বলতে এবং তাদের বাড়ির আশে পাশে ঘোরা ফেরা করতে নিষেধ করে।
এক পর্যায়ে গত ১৬ মে তারিখ রাত সাড়ে ৯টার দিকে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে তাকে ডেকে ঘরের বাইরে এনে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে এলে পম্পি তাকে জীবননাশসহ নানাবিধ হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে ওই দিন রাত ১১টার দিকে গৃহবধূর শিক্ষক স্বামী বাড়িতে ফিরলে তাকে ঘটনা খুলে বললে তিনি পম্পির কাছে কৈফিয়ত চাইতে বাড়ি থেকে বের হন। এ সময় দেখতে পান পম্পি তাদের ঘরের দেয়ালের পাশে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আছে। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে পম্পি ওই গৃহবধূ এবং তার স্বামীকে হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে ওই দম্পতি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রসূন বিশ্বাস পম্পি মোবাইল ফোনে জানান, ‘ওই গৃহবধূ তার বিরুদ্ধে যে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছেন সেটা ডাহা মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট। ‘
এব্যাপারে আড়ংঘাটা থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্যে একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post