চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ছড়া দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে ছড়া দখল করে প্রাচীর নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না।
জানা গেছে, শত বছরের পুরোনো ছড়াটি দিয়ে বর্ষা মৌসুমে মাহামুদাবাদ এলাকার পাহাড়ি ঢল প্রবাহিত হয়। গত এক সপ্তাহ ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি ছড়ার মাটি কেটে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শফি সরকার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ছড়ার ওপর সীমানা প্রাচীর নির্মাণ করছে। এছাড়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে সে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে।
অবৈধভাবে ছড়ার জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের ব্যাপারে মোহাম্মদ শফি (01815-805111) বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি ছড়া দখল করছি না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি, কারও অনুমতির প্রয়োজন নাই। তাছাড়া আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কি করতে পারেন তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে চসিকের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম (01816087687) বলেন, ‘নন্দিরহাট এলাকায় ছড়া দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই। তবে করপোরেশনের লোক পাঠিয়ে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’
জয়া/২২নভেম্বর/২০২১

Discussion about this post