মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ) সকাল ৮ টায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি ঢাকা থেকে সড়ক পথে যশোর ও কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
তিনি দুপুর ০১ টায় যশোর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। এরপর তিনি দুপুর ০২.৩০ টায় কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বিকাল ০৪.৩০ ঘটিকায় কুষ্টিয়া সার্কিট হাউজে অবস্থান করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রতিমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান।
অত:পর কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল প্রতিমন্ত্রীকে যথাযথ মর্যাদায় সালামী প্রদান করেন। প্রতিমন্ত্রী মহোদয় বিকাল ৫টায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী শেখ কামাল স্টেডিয়াম, কুষ্টিয়ার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া, জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়ার সদস্যবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য প্রমুখ
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ এপ্রিল ২০২৩