আবেদ হোসাইন,যশোর প্রতিনিধি:
আগামী ১০ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। গত বছর (২০২৪) ছিল ১ লাখ ৬২ হাজার ৭০০ জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় এবছর ২১ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী কমেছে। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, যশোর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন। তার মধ্যে ৬৯ হাজার ৮৫ জন ছাত্র ও ৭১ হাজার ৯৭৯ জন ছাত্রী রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে ৪০ হাজার ১৪৪ জন, মানবিকে বিভাগের শিক্ষার্থী রয়েছে ৮৫ হাজার ২৩৮ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থী রয়েছে ১৫ হাজার ৬৮২ জন। গত কয়েক বছরের মধ্যে এবার তুলনামূলক শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
নাম প্রকাশে অনচ্ছুক বেশ কয়েকজন প্রধান শিক্ষক জানান,গত কয়েক বছর ধরে অনেকটা বাধ্য হয়ে সব শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় অংশ দেয়ার সুযোগ দিতে হতো। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির চাপে এটা করতে বাধ্য হতেন তারা। এখন আর আগের কেউ সভাপতি নেই। অধিকংশ শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি চলছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রধান শিক্ষকদের অনৈতিক কোন চাপ নেই। টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে যেসব শিক্ষার্থী পাস করতে পারেনি তারা বোর্ড পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না। সেইজন্য মূলত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। আশা করা যায় এবার পরীক্ষার ফলাফল গত কয়েক বছরের চেয়ে ভাল হবে’।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন বলেন,সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষাবোর্ডের ২৯৯ টি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবদের নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। সেখানে নির্দেশনা দেয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সাথে সহযোগিতা ও সহমর্মিতাসুলভ আচারণ করতে হবে।

Discussion about this post