Print Date & Time : 11 May 2025 Sunday 10:41 am

যে কারনে নবপরিনীতার আত্মহনন

মোবাইলে পরিচয়। তারপর চুঁটিয়ে প্রেম। এরপর বিয়ে। বিয়ের তিন মাসের মাথায় আত্মহত্যা করেছে আঁখি নামের ১৭ বছর বয়সী এক নবপরিনীতা। তার আত্মহত্যার খবর পেয়ে ওই যুবতীর স্বামী আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালীর পুরাতন গুদাম ঘর এলাকায়। ওই যুবতীর স্বামীর নাম শিহাব গাজী। শিহাব গাজী বলেন, সোমবার রাত ১০ টার দিকে স্ত্রীর সাথে একটু কথাকাটাকাটি হয়। সে আমাকে নিয়ে বাপের বাড়ি যেতে চেয়েছিল। আমি তার সাথে যেতে রাজী না হওয়ায় সে আত্মহত্যা করেছে।

তিনি আরো জানান, আঁখির সাথে পরিচয় ঘটে মোবাইলের মাধ্যমে। সেই পরিচয়ে আমরা প্রেমিক প্রেমিকা বনে যায়। এর তিন মাস পর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হই। সে এত তুচ্ছ কথায় এভাবে আমোকে ছেড়ে চলে যাবে এটা িআমি বুঝতে পারিনি।

পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//৫ এপ্রিল,২০২২//