রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় যৌতুকের দাবিতে গৃহবধু মাফিয়া বেগম (১৭) কে গলাটিপে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (১৯এপ্রিল) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মামলার বাদী মাফিয়ার মা হাফিজা বেগম, পিতা হারিছ হাওলাদার ও ভাই বনি আমিন সহ পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাফিয়া বেগমকে তার স্বামী মেহেদী হাসান পরিবাবের সদস্যদের সহযোগিতায় পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ ঘটনায় মামলার ১৯ দিন পেরিয়ে যাওয়ার পর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি করেন।
প্রায় ৪ মাস আগে পারবারিকভাবে পাঞ্জুপাড়া এলাকার মেহেদী হাসানের (২২) সঙ্গে একই এলাকায় মাফিয়ার (১৭) বিয়ে হয়। গত ২০ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান তাদের নিজ বাড়িতে বসে মাফিয়া বেগমকে গলা টিপে হত্যার করে বলে অভিযোগ পরিবারের।

Discussion about this post