জে.এম. রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি;
সিদ্ধিরগঞ্জ অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে রংধনু সেবা সংঘ।
প্রতি বছর ঈদে সুবিধাবঞ্চিত এসব শিশুদের মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
১৮ এপ্রিল (মঙ্গলবার) বিকালে সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড উদয় স্মৃতি ঈদগাহ মাঠে রংধনু সেবা সংঘের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ২৫০ শিশুর মাঝে ঈদ সামগ্রী পোশাক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাছলিমা আক্তার লিজা, সহ সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
এসময় সংগঠনটির সভাপতি তাছলিমা আক্তার লিজা বলেন, রংধনু সেবা সংঘের প্রতিটি সদস্যের জন্য আজ ঈদ। শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করার সময় যে ভালোলাগা তৈরি হয়, সেটা ঈদের থেকেও অনেক বেশি। এই দিনটির জন্য পুরো এক বছর অপেক্ষা করে থাকেন সংগঠনের সদস্যরা।’ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, আর এরই ধারাবাহিকতায় দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদের আনন্দকে ভাগাভাগি করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যারা আর্থিকভাবে সহায়তা করে আমাদের এ সংগঠনের পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, ‘রংধনু সেবা সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সেবা সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে রংধনু সেবা সংঘ। আমাদের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিলি আহমেদ, দপ্তর সম্পাদক রুবিনা আক্তার, ফয়সাল চৌধুরী, অপূর্ব, হারুন, হাসিব লিয়ন, রবিন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//