রংপুর, প্রতিবেদক : রংপুরে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস(ইউসেপ) এর উদ্যোগে চাকরি মেলা – ২০২৫ আয়োজিত হয়েছে।
গত শনিবার (১২ জুলাই) বেলা ১১ ঘটিকায় পুলিশ লাইন্স পার্কের ড্রিল শেডে মেলাটির উদ্ভোদন হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: দাউদ মিয়া এনডিসি, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যলয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যলয়, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জি: মো: আব্দুল মান্নান, পরিচালক, প্রোগ্রামস এন্ড ইনোভেশন, ইউসেপ বাংলাদেশ। মোস্তাফা সোহরাব চৌধুরী টিটু, ব্যবস্থাপনা পরিচালক, মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, রংপুর। মো: নাজমুল আহসান সরকার, ব্যবস্থাপনা পরিচালক, রংপুর গ্রুপ, রংপুর।
মেলায় দেশী বিদেশি প্রায় ২৫টি কোম্পানি ও কলকারখানা অংশগ্রহণ করে। যেখানে সব মিলিয়ে প্রায় ৫হাজার জীবনবৃত্তান্ত জমা পড়ে।
মেলা চলাকালীন সময়েই প্রায় ৩০০ জন ব্যক্তিকে চাকরিতে যোগদানপত্র প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠান।
চাকরি প্রত্যাশি এক শিক্ষার্থী বলেন, ” এমন আয়োজন আমাদের অনুপ্রেরণা দেয়। আশা বেঁচে থাকে। ঘনঘন এসব আয়োজনের ফলে বেকারত্ব কাটিয়ে উঠতে পারব আশা করি।”
মোস্তাফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ” রংপুরের বেকারত্ব দূর করতে এমন আয়োজন আরও বেশি প্রয়োজন। এখানে আমরা আমাদের কাংখিত সাফল্যের স্বপ্ন বুনে যাই। “
মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ” প্রথমেই শ্রদ্ধার সাথে স্বরণ করছি জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদকে। উর্বর ভূমি রংপুরে সবাইকে স্বাগতম। এমন আয়োজন খুব ইফেক্টিভ। রংপুরে এ নিয়ে দ্বিতীয়বার এমন সাফল্যমণ্ডিত আয়োজন হলো। আশা করি দেশের বেকারত্বের মাত্রা কমাতে এমন আরও আয়োজন হবে। “
মো: দাউদ মিয়া বলেন, ” জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা। গত বছর এই মাসেই ছাত্র-জনতা এক দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়। আমরা দেখেছি কিভাবে বিগত সরকার সকল নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করেছে। নতুন বাংলাদেশে বেকারত্ব কাটিয়ে উঠতে এবং যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে আমরা এ ধারা অব্যাহত রাখব। এখানে প্রায় ২৫টি দেশী-বিদেশী কোম্পানি অংশগ্রহণ করেছে নিয়োগ দিতে৷ তাদের ধন্যবাদ জানাই। ঢাকা থেকে বসে জানা যায় না এসব মেলা কিভাবে আমাদের উপকৃত করছে, তাই আজকে সরজমিনে দেখতে এসেছি৷ দেখে আমি খুবই খুশি। আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। “

Discussion about this post