Print Date & Time : 23 April 2025 Wednesday 3:09 am

রঙীন সাজে কুয়াকাটা সমুদ্র সৈকত

পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে ৮ ডিসেম্বর শুক্রবার থেকে কুয়াকাটায় শুরু হচ্ছে দুইদিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা।

কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সাজানো হয়েছে নতুন সাজে। প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল। তৈরি করা হয়েছে ৬০ টি স্টল। এসব স্টলে কুয়াকাটার ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন পন্যের পসরা ফুটিয়ে তোলা হবে। পর্যটকরা এসব স্টল ঘুরে জানতে পারবে বরিশালের আদি ইতিহাস।

এছাড়াও এ উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হবে রাখাইনদের কালচারাল অনুষ্ঠান, পুতুল নাচ, বাউল গান, ফানুস উৎসব, বীচি ভলিবল, পিঠা উৎসব ও ঘুড়ি উৎসব। বাংলাদেশের আইকনিক, ডেস্টিনেশন, সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ববাসি ও বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে মুজিব’স ক্যাম্পেইনের আওতায় প্রতি বিভাগে এ উৎসব করছে ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রনালয়।

দৈনিক দেশতথ্য//এইচ//