কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালেয়ের নবাগত সংগীত বিভাগের অগ্রযাত্রা শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি, ২০২২ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালেয়ের লাইব্রেরি কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালেয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালেয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। এসময় তিনি আমন্ত্রিত অতিথিদের বক্তব্য সুপারিশ আকারে নোট করে রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, মানিবক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম ও প্রমোশন অফিসার ইমাম মেহেদী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার আলম আরা জুঁই্, খেলাঘর সভাপতি মো. নজরুল ইসলাম, লেখক ফোরামের সভাপতি মুনসী সাঈদ, জিলা স্কুলের শিক্ষক চিত্র শিল্পী মীর জাহিদ, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দিলশাদ বেগম, উদীচী কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক গোপা সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কারশেদ আলম, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, ধিয়েল আর্ট স্কুলের পরিচালক আসমিদা জাহিদ, শিল্পকলা ও শিশু একাডেমির প্রশিক্ষক কোহিনূর খানম, দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক প্রশিক্ষক মো. জহিরুল ইসলাম, লোককথা শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্বাস খন্দকার, চারণ সাংষ্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আরিফ বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার ঊচাঙ্গ সংগীতের প্রশিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, অরনি সাংষ্কৃতি সংসদ এর সাধারণ সম্পাদক সোহেলী পারভীন সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন সংগীত শিল্পী, কবি, সাহিত্যিক, সংগঠক ও সংস্কৃতিকর্মী। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালেয়েরর পক্ষ থেকে মাস্ক, টি শার্ট, মগ, ফাইল, কলম, স্কেল, প্রসপেক্টাস ও নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেওয়া হয় প্রত্যেককে।

Print Date & Time : 15 May 2025 Thursday 5:14 am