Print Date & Time : 31 July 2025 Thursday 11:35 pm

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা অনুষ্ঠিত

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার সহযোগিতায় ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রচারণা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস.এম.হাসিবুর রশীদ তামিম, শিক্ষক এ,এস,এম শামীম হাসান, মোঃ সোহেল রানা প্রমূখ। এস.এম.হাসিবুর রশীদ তামিম বলেন, আমাদেরকে সঠিকভাবে আইনটি সম্পর্কে জানতে হবে। আইনটির যথাযথ প্রয়োগের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। শিক্ষার্থীদের অংশগ্রহনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশনটি স ালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম। ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইনের বৈশ্বিক চিত্র, সার্কভুক্ত দেশসমূহের চিত্র, তথ্য অধিকারের আইনগত ভিত্তি, বাংলাদেশে তথ্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক, তথ্য প্রাপ্তির আবেদন পত্র, আপীল আবেদন প্রক্রিয়া প্রভৃতি উপস্থাপন করা হয়। বিশ^বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এছাড়াও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি)’র সদস্যবৃন্দের পরিচালনায় ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়।

টি//দৈনিক দেশতথ্য//২৫ সেপ্টম্বর,২০২৪//