Print Date & Time : 5 July 2025 Saturday 2:39 pm

রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে কম্বল বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সংস্থাপন সচিব ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ রফিকুল আলম চুনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজার মোঃ মোকাররম হোসেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জিকরুল ইসলাম(বজলু), ভেড়ামারা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, মিডল্যান্ড ব্যাংকের অফিসার মোঃ বাপনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী১৮,২০২৪//