রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খানের বিরুদ্ধে জনসংযোগে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ উপকমিটির সদস্য বাশেদ সরকার। ১৮ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা ৭টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাশেদ সরকার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন আর সেই লক্ষ্যেই গত ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় বড়বাইশদিয়া ইউনিয়নের বাহের চর এলাকায় জনসংযোগ করতে বের হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খানের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আমার সমর্থকদের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় এবং বিভিন্ন হুমকি ধামকি দেন তারা।
এসময় মামুন খানের সন্ত্রাসীদের হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে কলাপাড়া ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এবিষয়ে অভিযোগ দিতে গেলে আভিযোগ নেননি রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হেলাল উদ্দিন।
তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খান রাঙ্গাবালীতে একক আধিপত্য কায়েম করার জন্য দলের সিনিয়র নেতা থেকে সবার সাথে খারাপ আচরণ করে যাচ্ছেন। যার প্রতিবাদও কেউ করতে পারছেন না। আর প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হয়। মামুন খান একদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্যদিকে সদর ইউনিয়নের চেয়ারম্যান। সামনে উপজেলা পরিষদের নির্বাচন সেখানেও তিনি প্রার্থী হতে মরিয়া হয়ে উঠেছেন। তাই এলাকায় আমার জনপ্রিয়তা দেখে হামলা চালায় মামুন ও তার সন্ত্রাসীরা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বড়বাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন ফরাদ, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জুরান খন্দকার।
রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারন হামলার ঘটনাস্থানে আমি ছিলাম না। কে বা কারা বাশেদ সরকারের উপর হামলা করেছে তা আমি জানিনা।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ ওসি হেলাল উদ্দিন জানান, বাশেদ সরকার থানায় এসেছিলো কিন্তুু কোন লিখিত অভিযোগ দেননি।
এবি//দৈনিক দেশতথ্য//ফ্রেব্রুয়ারী ২০,২০২৪//

Discussion about this post