বন্ধনা, বিশ্বশান্তি কামনা, পুজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ ও কঠিন চীবর দান উৎসবসহ নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর, সোমবার বিহার সংলগ্ন মাঠে ধর্মীয় এই অনুষ্ঠান উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।
এ উপলক্ষে চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারের আশেপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশের জেলা সমুহ হতে কয়েক হাজার দায়ক দায়িকার সমবেত কন্ঠে সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এতে সভাপতিত্ব করেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেস্টায় এবং জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় অত্যন্ত আনন্দের সাথে সারাদেশে প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব উদযাপিত হয়ে আসছে। এছাড়া ধর্মীয় উৎসবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরাও ভূমিকা রাখছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় এসময় সম্মানিত পূর্ণ্যাথী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ পুর্ণ্যাথী হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।
দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কমান্ডার সাব্বির আহমেদ, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা প্রমুখ।
দানোৎসবে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ হাজার হাজার দায়ক- দায়িকা উপস্থিত ছিলেন। এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৭,২০২২//

Discussion about this post