মৌলভীবাজার প্রতিনিধি ।।মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এডাবের সহযোগী সংগঠন আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে করোনা প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ জুলাই) সকালে রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফজালুর রহমান ।
রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ও আব্দা বহমুখী যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইউনুছ, রাজনগর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, এডাব জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন, আইএফসি রোকসানা আক্তার, সুষ্টি সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব, জাহাঙ্গীর হোসেন, রোজিনা বেগম, তৃঞ্ষা দেব প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//২০ জুলাই-২০২২//