তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে চেয়ারম্যান হত্যা মামলার মূলহোতা মোঃ পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) বৃহস্পতিবার (৩রা অক্টোবর) জানান, চলতি বছরের গত ৯ই আগস্ট আনুমানিক সকাল ১০টায় মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালায়।
মোঃ সিরাজুল ইসলাম (ছানা) চেয়ারম্যান উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টু সুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরবর্তীতে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।
উক্ত ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪ তারিখঃ- ১৫ আগস্ট ২০২৪ইং
এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে বুধবার (২রা অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুল মোড়ে অভিযান পরিচালনা করে মূলহোতা’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামি রাজনগর উপজেলার রক্তা গ্ৰামের বাসিন্দা আশ্বব আলির ছেলে মোঃ পিন্টু সুলতান (৫১)।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।