বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. পিটার ডি হার্স বলেছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করতে চাই না।
জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভুমিকা রয়েছে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি পরিবারের সদস্যদের নিয়ে গতকাল শনিবার (৫ আগস্ট) সকাল দশটায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল (কমপ্লেক্স) পরিদর্শন করেন।
রাষ্ট্রদূত পিটার ডি হার্স, তার স্ত্রী মিসেস এ্যামি ডি হার্সসহ পরিবারের সদস্যগন কুমুদিনী কমপ্লেক্সে আসলে কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্র অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন দিপালী পেরেরা এবং ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকারসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সকাল দশটয় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর কমপ্লেক্সের লাইব্রেরী মিলনায়তনে চা চক্রের মিলিত হন রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যগন। পরে কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ ও ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন সেবাধর্মী কাজের প্রশংসা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫,২০২৩//