মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে অনূর্ধ্ব-১৭ বালক- বালিকাদের জন্য আয়োজিত মাসব্যাপী এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকল সাড়ে ১০ টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী (অনু)। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের ১৭৬ জন বালক/বালিকা ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৩০ জন সেরা অ্যাথলেট মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা /কর্মচারী উপস্থিত ছিলেন।