রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপির লবলবি সিলিমপুর নল পুকুর গ্রামের ২৩ টি পরিবারের ২২টি পরিবারই মাদক চোলাইমদ ব্যবসায়ী।
সোমবার সকাল ১১টায় তানোর উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃংখলা কমিটির সভায় এমন তথ্য তুলে ধরেন সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন।
তিনি আইন শৃংখলা কমিটির সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরনজাই লবলবি সিলিমপুর নল পুকুর গ্রামে ২৩টি আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বসবাস।
এর মধ্যে ২২ টি পরিবারই চোলাইমদ তৈরি করে নিজেরা সেবন করেন এবং বিক্রি করেন। তিনি বলেন, নিজেরা যে পরিমাণ সেবন করেন তার চাইতে ১০ গুণ বেশি বিক্রি করেন। ওই গ্রাম থেকে এলাকার উঠতি বয়সী যুবকসহ বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ সেখানে গিয়ে চোলাই মদ সেবন করে এলাকায় প্রকাশ্যে মাতলামি করেন।
এলাকার জনসাধারণ তাদের কিছু বললে গালাগালি করে। এসব মাদক সেবীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায়না। এ ব্যাপারে তিনি প্রশাসনসহ পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রত্যয় ব্যক্ত করে তানোর উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post