Print Date & Time : 13 September 2025 Saturday 1:48 pm

রাজশাহীতে এবার দুর্বৃত্তের হামলায় চিকিৎসক আহত

রাজশাহীতে এবার দুর্বৃত্তের হামলায় আরেক চিকিৎসক আহত হয়েছেন।

আহত চিকিৎসক রাজু আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী ডা. উম্মে কাউসার জাহান।

তিনি জানান, তার স্বামী ডা. রাজু কাজ শেষে ক্লিনিক থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ডা. রাজুর চেম্বারে প্রবেশ করে লঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট করেন। তার চেম্বারে ভাঙচুরও চালায় দুর্বৃত্তরা। হামলায় ডা. রাজু মাথা এবং কোমরে আঘাত পান।

আহত চিকিৎসক মোহাম্মদ রাজু আহমেদ (৪৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করেন। রাজু নাটোরের নজরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, ডা. রাজুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ডা. রাজুর ওপর হামলার ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//