মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :রাজশাহীতে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঘোড়াচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বেলাল হোসেন (৩২)। তিনি পুঠিয়ার দিঘলকান্দি এলাকার লোকমান আলীর ছেলে।
মঙ্গলবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালত থেকে পরোয়ানাভুক্ত আসামা হোসেন নগরীর ঘোড়াচত্ত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে বেলালকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওয়ারেন্টভুক্ত একজন আসামী বলে স্বীকার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post