মো:ফয়সাল আলম,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন কাল। ভোটগ্রহণ হবে ইভিএমে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার সোমবার রাতেই শেষ হয়েছে। শেষ দিনের প্রচারে উৎসবমুখর ছিল রাজশাহী মহানগর। রাজশাহীতে প্রচারের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনসহ জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির লতিফ আনোয়ারকে সক্রিয় দেখা গেছে। চার মেয়র প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম নির্বাচন বর্জন করেছেন। শক্ত প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন জয়ের ব্যাপারে অনেকটাই নির্ভার।
সোমবার নির্বাচনি প্রচারের শেষ দিনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের প্রচারে নামেন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান প্রার্থীরা। রাজশাহীতে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৮টি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রন্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম বিষয়ক মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রফিকুল আলম জানান, সিটির ১৫৫টি কেন্দ্রে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার জনবল কাজ করবে। এর মধ্যে সাড়ে তিন হাজারের বেশি পুলিশ থাকবে বিভিন্ন কেন্দ্রে। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০ জন র্যাব সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার। এছাড়া ভোটের মাঠে ৭ প্লাটুন বিজিবিও থাকবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,‘ এ পর্যন্ত মেয়র পদে প্রার্থীদের মধ্যে কোন ধরনের বিশৃংখলা ঘটেনি। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রচার চলাকালে টুকটাক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সার্বিক মূল্যায়নে ভোটের পরিবেশ খুব শান্তিপূর্ণ। এভাবেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে’।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৫৫টি কেন্দ্রের এক হাজার ১৭৩ টি কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাসিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭১। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৭০।
দৈনিক দেশতথ্য// এইচ//