Print Date & Time : 1 August 2025 Friday 8:09 am

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী নগরীর শাহমখদুম থানার মোড়ে মারপিটের ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯ টায় নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম সিফাত (২১)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের রাকিব আলীর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের উপর অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করে।

এর আগে গত ১ মার্চ দুপুরে শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দোকানদার নূর জামানকে মারপিট করে জখম করে। এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়।

ওই ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//