Print Date & Time : 18 July 2025 Friday 3:56 am

রাজশাহীতে কোচিং সেন্টার পরিচালক আটক

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল ও বেশকিছু ইয়াবাসহ সাগর কোচিং সেন্টারের পরিচালক মজনু আহমেদ সাগরকে আটক করেছে র‌্যাব।
রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা রাজশাহী নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি এবং মাদক উদ্ধার করা হয়।।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে তার ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। ওই প্রাইভেটকারে ব্যবহৃত কুশনের মধ্যে একটি ছোট বক্সে লুকানো ছিল ১৪৪ পিস ইয়াবা এবং মাদক আইস। এছাড়াও একটি পিস্তল ও গুলি ছিল প্রাইভেকারের ছিটের মধ্যে।

আটক সাগর রাজশাহী নগরীর উপশহর এলাকার সাগর কোচিং সেন্টারের পরিচালক। তিনি দীর্ঘদিন ধরেই কোচিং সেন্টারের শিক্ষক এবং পরিচালক হিসেবে রয়েছেন। তবে সাগরকে আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র‌্যাব।

দৈনিক দেশতথ্য//এইচ/