Print Date & Time : 22 August 2025 Friday 9:07 pm

রাজশাহীতে চুরির দায়ে আটক ১

রাজশাহী-নওগাঁ মহাসড়কের বৈদ্যুতিক তার চুরির দায়ে একজনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে পবা উপজেলা পরিষদের সামনে এ চুরির ঘটনা ঘটে।
আটককৃত চোরের নাম আল আমিন ইসলাম নয়ন। সে নগরীর পাঠানপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, রোডস এন্ড হাইওয়ের আওতায় ডন এন্টারপ্রাইজ রাজশাহী-নওগাঁ মহাসড়কের রেলগেট হতে নওহাটা ব্রিজঘাট পর্যন্ত নতুন আলোকবাতি সংযোগের কাজ পায়। বেশ কিছুদিন থেকে ওই কাজের বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। যে কারণে রাতে কোম্পানীর পক্ষ থেকে পাহাড়ার ব্যবস্থা করা হয়।

শনিবার দিবাগত রাতে চোর আল আমিন ইসলাম নয়নকে পবা উপজেলা পরিষদের সামনের পোল থেকে বৈদ্যুতিক তার ও তামার আর্থিং তার চুরি করার সময় তারসহ হাতেনাতে ধরা হয়। চোর নয়ন স্বীকার করে এরআগেও সে তার চুরি করে স্টেডিয়াম মার্কেটের ভাংড়ি ব্যবসায়ী স্বপনের নিকট বিক্রি করেছে। সকালে শাহমখদুম পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়।

শাহমখদুম থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ডন এন্টারপ্রাইজ’র পক্ষ থেকে আটক একজনকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//