মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী থানার সুন্দরপুর দলদলা গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ১২ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (৩১ মে) রাত ১০:১৫ মিনিটে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- গোদাগাড়ী নন্দ্পুরের মৃত সুবল টুডুর ছেলে ডাবলু টুডু (২৭) ও মৃত বাকুল সরেনের ছেলে লক্ষণ সরেন (২৪) এবং সুন্দরপুরের মৃত আলিমুদ্দিনের ছেলে কোরবান আলী (৪৮)।
সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে।
স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, আসামীগণ দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে গোদাগাড়ী থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছিল।
রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//