Print Date & Time : 22 April 2025 Tuesday 8:08 pm

রাজশাহীতে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ীক গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড হরিদাগাছি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী জেকের আলী (৪৯) হরিদাগাছি গ্রামের বাসিন্দা ও মৃত আনসার সোনারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬৫০ লিটার চোলাইমদসহ জেকের আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেকের আলী পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে নেশাজাতীয় চোলাইমদ অবৈধ ভাবে উৎপাদন করে মোহনপুর থানাধীন এলাকা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পুলিশ আরও জানান যে, জেকের আলীর নামে মোহনপুর থানায় ১৪ টি ও বাগমারা থানায় ১ টি মাদক মামলা রয়েছে।

মোহনপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, ‘জেকের আলীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার (২৪ জুলাই) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এস//