মো:ফয়সাল আলম,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
সোমবার সকাল ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ী উপজেলার বড়গাছি কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তার বড় ভাই নাইমুল (৭০)। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আহতরা হলেন, ইউনুস আলী (২২), মো:আমু (২২), মো: রায়হান (৩৫), মনিরুল হক (৪৫), মো:সুলায়মান আলী (৫০) ও রজব আলী (৩৫)। তারা হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান,সকাল ৯ টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
তিনি আরও বলেন, ইয়াজপুর বিলে সোহেল রানা ছোটনের ১৪ বিঘা জমি রয়েছে। মেহের আলী ও নাইমুল দুই ভাই জমিগুলো বরগা চাষ করে। জমিগুলো বেশ কিছুদিন থেকে নিজের দাবী করে আসছে পাকড়ি গ্রামের আশিক আলী চাঁন। সকালে চাঁন তার দলবল নিয়ে ওই জমি দখল করে চাষ করতে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post