Print Date & Time : 23 September 2025 Tuesday 2:06 am

রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবলে সেমি-ফাইনালের চার দল

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের সেমিফাইনালের চার দল চুড়ান্ত হয়েছে। সেমির চার দল হলো- রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও ময়মনসিংহ।

রাজশাহীর মুক্তযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মানিকগঞ্জ ও খুলনা জেলা বালিকা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচটি ড্র হয়।

দিনের অপর ম্যাচে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। ঠাকুরগাঁওয়ের রুনা ২ টি ও সঙ্গীতা ১ টি গোল করে।

ম্যাচ পরিচালনা করেন সোহানা ও মাহফুজা রাহাত। তাদের সহযোগিতা করেন শাহিন, তাসফিয়া আকতার, মাতিংনু মারম ও সোনিয়া।

মঙ্গলবার বেলা ২ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে রংপুর চাঁপাইনবাবগঞ্জের এবং বিকেল ৪ টায় দ্বিতীয় সেমিফাইনালে ঠাকুরগাঁও ময়মনসিংহ জেলা বালিকা ফুটবল দলের মোকাবেলা করবে।