মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে রংপুর ও রাজশাহী জেলা বালিকা ফুটবল দল।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মুক্তিযুদ্ধস্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রংপুর বালিকা ফুটবল দল ২-০ গোলের ব্যবধানে ময়মনসিংহ জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রংপুরের সাগরিকা ও সাথি একটি করে গোল করে।
দিনের অপর ম্যাচে রাজশাহী জেলা বালিকা ফুটবল দল নিলার হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলে খাগড়াছড়ি জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রাজশাহীর নিলা ৩ টি গোল করে। অপর গোলটি করে সাদিয়া।
ম্যাচ পরিচালনা করেন মাহফুজা রাহাত ও তাসফিয়া আকতার। তাদের সহযোগিতা করেন শাহিন, সাহানা খাতুন, মাতিংনু মারম ও সোনিয়া।