মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে টেবিল টেনিস খেলোয়াড়দের অনুশীলন পরিদর্শন করেছেন বিআরটিএ চেয়ারম্যান ও প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন ও সদস্যবৃন্দ আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি অনুশীলনরত খেলোয়াড়দের খেলার বিষয়ে কিছু পরামর্শ ও দিক নির্দেশনা দেন।
এছাড়াও খেলায় অংশগ্রহণের ব্যবহারিক কিছু দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার রুপম দাস, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) জোবায়দা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর, বিআরটিএ এর সহকারী পরিচালক মোঃ ফয়সাল হাসান, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post