Print Date & Time : 10 May 2025 Saturday 2:05 am

রাজশাহীতে ট্রাকে আগুন

রাজশাহীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি ট্রাক।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর রেলগেট মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে পার্কিং করা ছিল। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়।

ওসি জানান, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ট্রাকটির অনেকাংশ পুড়ে যায়।

তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি সোহরাওয়ার্দী হোসেন।

দৈনিক দেশতথ্য//এইচ//