Print Date & Time : 22 April 2025 Tuesday 6:41 pm

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ইউপি সদস্যের

 ট্রেনে কাটা পড়ে রাজশাহীর বাগমারা উপজেলার আক্তারুজ্জামান গোলাপ নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তারুজ্জামান গোলাপ বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নাটোর বনগ্রামের আকছারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আক্তারুজ্জামান গোলাপ মোটরসাইকেলযোগে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে নাটোর যাচ্ছিলেন। এ সময় বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪