Print Date & Time : 20 April 2025 Sunday 4:12 am

রাজশাহীতে দুই মাদক কারবারীসহ আটক ১০


মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: 

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক কারবারী ও ৮ মাদক সেবীকে আটক করেছে। বুধবার রাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মুরশাইল এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলো রায়হান (২৯), আশিক ইকবাল (৪৭), হান্নান (৫৬), ইকবাল হোসেন (২৪), নাহিদ (২৭), নাহিদ (২১), মুশফিকুর রহমান (৪৪), সুমন আলী (৩২), রুবেল বিশ্বাস (৩০), আব্দুর রহমান (৫০)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর চন্দ্রিমা থানার মুরশাইল এলাকায় অভিযান চালায়। এসময় একত্রিত হয়ে মাদক সেবন ও নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় শান্তি নষ্ট ও জনবিরক্তিকর আচারণের অপরাধে তাদের আটক করা হয়।

অভিযানে ৪২ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চন্দ্রিমা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৯,২০২৪//