মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে নারী মাদক কারবারি রাশিদা খাতুন (৫৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হরিশংকরপুর গ্রাম থেকে ৬৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত শাখাওয়াতের মেয়ে।
র্যাব- ৫ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাশিদা খাতুন বাড়িতে হেরোইন বিক্রি করার জন্য মজুত করে রেখেছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে এক ব্যক্তি ঘরের দরজা খুলে পালিয়ে যায়। এসময় রাশিদাকে আটক করা হয়।
তার বাড়ি তল্লাশী করে বসত ঘরের মাটির তৈরি বড় পাত্রের মধ্যে গোবরের মধ্যে হেরোইন লুকানো ছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//