Print Date & Time : 14 September 2025 Sunday 7:09 am

রাজশাহীতে নিরুত্তাপ হরতাল

বিএনপি জামায়তের ডাকা হরতালে তেমন প্রভাব পড়তে দেখা যায়নি রাজশাহীতে।

সকাল থেকে রাজশাহী -ঢাকা বাসস্ট্যান্ড থেকে সীমিত পরিসরে আন্ত: জেলা বাস চলাচল করতে দেখা গেছে।

রাজশাহীতে নিরুত্তাপভাবে চলেছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সকাল থেকে চলা হরতালে রাজশাহীতে সব কিছুই মোটামুটি স্বাভাবিক ছিল । আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের পক্ষে-বিপক্ষে কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। রাজশাহীর পুরো মাঠ দখলে রেখেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ব্যক্তিগত যানবাহন চলাচল করছে খুবই কম। তবে লোকাল বাস চলে স্বাভাবিক দিনের মতই।

রাজশাহী মহানগরীর ব্যস্ততম জিরো পয়েন্ট, নিউমার্কেট, টার্মিনাল, লক্ষ্মীপুর, কোট, রেলগেট, গণকপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।

এছাড়াও সড়ক ও মহাসড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোন বাস চলচল করতে দেখা যায়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//