মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পদ্মা নদীর পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজশাহীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম মো. ফাহিম (১৭)।
সে নগরের কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহিম।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পাড় রাজপাড়া থানার মধ্যে হলেও নদী দামকুড়া থানার ভেতরে। তাই এ নিয়ে দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Discussion about this post