Print Date & Time : 6 May 2025 Tuesday 8:18 pm

রাজশাহীতে পুজায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে র‌্যাব-৫

দুর্গাপূজা উৎসবকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে রাজশাহী র‌্যাব-৫।

নিরাপত্তা বলয় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত থাকার কথা জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর রাণীবাজার টাইগার সংঘ পূজা মন্ডপে র‌্যাবের এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

তিনি আরো বলেন, রাজশাহী সিটিসহ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাটসহ র‌্যাব- ৫ এর আওতাধীন সকল জেলায় এই নিরাপত্তার চাদর বিস্তৃত করা হয়েছে। পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল টিম কার্যক্রম চালিয়েছে যাতে যে কোন উদ্ভূত পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি। র‌্যাব-৫ এর সকল কোম্পানী কমান্ডারগণ সকল জেলায় পূজা কমিটির সাথে যোগাযোগ রাখছেন। নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সাদা পোষাকে র‌্যাব সদস্যরা তৎপর রয়েছে। এই পূজাকে কেন্দ্র করে কেউ নাশকতা তৈরী করলে কঠোর হস্তে দমন করার কথা জানান র‌্যাব-৫ এর অধিনায়ক।

পরে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

দৈনিক দেশতথ্য//এইচ//