Print Date & Time : 15 May 2025 Thursday 6:55 pm

রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কাল

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: আগামীকাল ২২ ফেব্রুয়ারি সকাল পৌনে ৯ টায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট সমিতির সভাপতি আবুল হোসেন। টুর্নামেন্টে নগরীর মোট ১২ টি স্কুল ৩ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের মোকাবেলা করবে।

দৈনিক দেশতথ্য//এইচ//