Print Date & Time : 8 July 2025 Tuesday 7:30 am

রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের ছয় বস্তা বই উদ্ধার

রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই রিকশাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে দু’টি ব্যাটারিচালিত রিকশা থেকে বইগুলো জব্দ করে পুলিশ। বস্তার ওই বইগুলো প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বই বলে পুলিশ জানায়। বইগুলো ২০২৩ সালের ছিল।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, নগরীর সিঅ্যান্ডবি থেকে দু’টি রিকশায় সরকারি বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা রিকশা দুটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে বইগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ। বইগুলো কোন স্কুলের তাও খোঁজ নেওয়া হচ্ছে। দুই রিকশাচালককে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেবো।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, এ ব্যাপারে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রিকশাচালক দু’জন জানিয়েছেন, বইগুলো তারা রাজশাহী নগরীর হোসনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে এসেছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২১,২০২৩//