মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মডার্ণ বক্সিং ক্লাবের উদ্যোগে ও আসাদ ইন্টারন্যাশনাল বক্সিং এরিনা লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত বক্সিং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বালক ও বালিকা বিভাগের বিভিন্ন ওজন শ্রেনীতে ৮০ জন বালক বালিকার অংশগ্রহণে আয়োজিত দুইদিনব্যাপী এ প্রতিযোগিতা মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে জেলা জিমনেসিয়ামে শেষ হয়।
প্রতিযোগিতায় বালক বিভাগে ১৮ কেজি ওজন শ্রেনীতে মোঃ সোয়াব, ২২কেজিতে মোঃ নুর, ২৫কেজিতে মোঃ আরাফ,৩২ কেজিতে মোঃ সযন,৩৫ কেজিতে মোঃ নিরব,৩৮কেজিতে মোঃ শাওন, ৪২কেজিতে মোঃ সাদামান সিয়াম, ৪৫ কেজিতে মোঃ ষোলেমান বাবু, ৪৮ কেজিতে কামরুল হাসান, ৫১ কেজিতে সারোয়ার জাহান,৫৪ কেজিতে মিনহাজ, ৫৭কেজিতে মোঃ আলসানি, ৬০ কেজিতে মোঃ আকিব, ৮০ কেজিতে মোঃ জোবায়েদুর রহমান ১ম স্থান অধিকার করে।
বালিকা বিভাগে ৩৫ কেজিতে মোসাঃ তন্নী ও ৪২ কেজি ওজন শ্রেনীতে মোসাঃ লিসা ১ম স্থান অধিকার করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদ ইন্টারন্যাশনাল বক্সিং এরিনা লিমিটেডের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান।
মডার্ণ বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ খায়রুল আলম ফরহাদ, সাঁতার সমিতির সাবেক সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হাসনাত হোসেন জন ও ইব্রাহিম হায়দার।
খেলা পরিচালনা করেন খায়রুল, সুমন, জনি, আরিফ, টিপু, ফয়সাল, দোলন ও শাকিল। এ সময় রাসিকের সহকারী জনসংযোগ অফিসার রকিবুল হক তুহিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
৪.ভালুকায় ভিমরুলের কামড়ে শিশু নিহত, আহত ৫
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন (৬) নামে এক শিশু নিহত ও মাসহ আহত হয়েছে আরও পাঁচ জন।
বুধবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন তালুটিয়া গ্রামের আশ্রাফুলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ীর পাশে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে গিয়ে পাতার নিচে থাকা ভিমরুলের বাসা থেকে এক ঝাঁক ভিমরুলের কামড়ে হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০), শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭), আশ্রাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) আহত হয়।
পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তুহিনকে মৃত ঘোষণা করে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, আমি শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুল কামড়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Discussion about this post