মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ভদ্রা মোড়ে বাস চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ভদ্রা এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মারিয়া আক্তার যুঁথি (৭)। সে রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার সন্তান।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়ে। বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মারিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Discussion about this post