রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
রোববার (১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নগরীর বাটার মোড়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এড. এরশাদ আলী ইশা, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য ও শিল্পপতি অ্যাডভোকেট সুলতান উল ইসলাম তারেক প্রমূখ।
সমাবেশ থেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হয়। এছাড়াও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদ জানায় নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post