মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে রেললাইন থেকে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টায় রাজশাহী নগরের উপকণ্ঠ হুজরাপুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তার নাম মোবাশ্বের হোসেন (৩০)।
মোবাশ্বের হোসেন নগরের ঘোড়ামারা বোয়ালিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মোশাররফ হোসেন। তিনি রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সৎ ভাই। রাতেই মোবাশ্বেরের লাশ উদ্ধার করা হয়। তিনি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘রেললাইনে লাশটি পাওয়া গেছে। গলা থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ওসি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Discussion about this post