করোনা মোকাবিলায় ব্র্যাক দেশব্যাপী ব্যপক কর্মসূচি নিয়েছে। এরই অংশ হিসেব গত কোরবানী ঈদে করোনা সংক্রমণ রোধে তৎপর ছিল ব্র্যাকের রাজশাহী ডিবিশন।
ব্র্যাকের রাজশাহী অফিস জানিয়েছে, কোরবানীর পশুহাট গুলোতে করোনা সংক্রমণ রোধে তারা জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। এতে অংশ নিয়েছিল তাদের কয়েক শ’ কর্মী। এসব কর্মীরা গত ১৭ থেকে ২০ জুলাই ২০২১ র্পযন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের প্রায় ৯০ টি পশুহাটে করোনার সংক্রমণ প্রতিরোধী সচেতনতামূলক অভিযান করেছে।
এসময় তারা পশুহাট গুলোতে স্বাস্থ্য সচতেনতা মূলক মাইকিং, পোষ্টারিং ও লিফলেট বিতরণ করেছে। কোরবানির পশুর হাটে কেনাকাটা করতে আসা লোকজনকে সবসময় মাস্ক ব্যবহার করা, জ্বর, র্সদি ও শ্বাসকষ্ট নিয়ে হাটে না আসা, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা যাতে হাটে না আসে এসব বিষয়ে সচেতন করেছে।
প্রিন্ট করুন
Discussion about this post