Print Date & Time : 11 September 2025 Thursday 3:52 am

রাজশাহীতে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভ্যানচালক মো. সোহেলের (২৪) রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কান্দ্রা এলাকার একটি কলা বাগান থেকে তার গলায় গামছা প্যাচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহতের বাড়ি পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামে। তার বাবা লিলতাব হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সোহেল সারাদিন ভ্যান চালিয়েছেন। সন্ধ্যার আগে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার বাজারে যান। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে ফোন করলে তার নম্বর বন্ধ পাওয়া যায় এবং এরপর আর বাড়ি ফেরেননি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, স্থানীয়রা সকালে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত সোহেলের গলায় গামছা প্যাচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকেও মামলা করার প্রস্তুতি চলছে। স্থানীয়রা আতঙ্কিত এবং পুলিশ হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে। ঘটনা এলাকায় শোক ও উত্তেজনা সৃষ্টি করেছে।