Print Date & Time : 23 August 2025 Saturday 4:14 am

রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, জনজীবনে অস্বস্তি

মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বইছে মাঝারি তাপপ্রবাহ। চলমান গরম জনজীবনে অস্বস্তি নিয়ে এসেছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনভর গরম বাতাস ও প্রচন্ড রোদের কারণে নগরবাসী দুর্ভোগে পড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২৩ এপ্রিল থেকে রাজশাহীতে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে চলেছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে রাজশাহীতে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ চলছে। এর আগে ২৮ মার্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা এখন পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ।

গরমে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। সাহেব বাজার এলাকায় রিকশাচালক হেকমত আলী বলেন, দিন-রাতের প্রচন্ড গরমে মাথাব্যথা শুরু হয়েছে। পানি খেলেও স্বস্তি মিলছে না। শালবাগান এলাকায় রাজমিস্ত্রির কাজ করছেন রমজান আলী। তিনি বলেন, গত কয়েক দিনের প্রচন্ড গরমে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। প্রচন্ড গরমে কাজ করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এদিকে গরম থেকে স্বস্তি পেতে নগরের বিভিন্ন পুকুরে কিশোরদের দাপাদাপি করতে দেখা যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সর্বশেষ ১৮ এপ্রিল ২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর আর বৃষ্টির দেখা মেলেনি। চলতি মাসে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ২৩ দশমিক ৩ মিলিমিটার। আগামী কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।