মো:ফয়সাল আলম,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলার তালগাছি গ্রামে ইদের দিন পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে না পেয়ে গ্রামের এক যুবককে তার বাবার সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার এ ঘটনায় পবা থানায় মামলা হয়েছে। নিহত যুবকের নাম মো.রাব্বানী ওরফে রাব্বি (২৬)। তিনি তালগাছি গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ইদের দিন বিকেলে তালগাছি গ্রামের জনি নামের এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে তালগাছি বিলে ব্রিজের কাছে বেড়াতে যান। এ সময় মাধাইপাড়া গ্রামের জীবন ও জাকির নামের দুই যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় জনিকে ধাক্কা দেন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা দু’পক্ষকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু জনি বিষয়টিকে কেন্দ্র করে তার গ্রামের রাসেল, মিলন, শান্তসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তালগাছি বিলে এসে জীবন ও জাকিরকে খুঁজতে থাকেন। সেখানে জীবন ও জাকিরকে না পেয়ে তালগাছি গ্রামের রাব্বিকে পেয়ে মারপিট শুরু করেন তারা। এ সময় লাঠির আঘাতে রাব্বি গুরুতর জখম হন। আহত অবস্থায় রাব্বিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষীপুরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ পারভেজ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জনিসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য// এইচ//